জেমস রদ্রিগেজ। কেবল একটা নামই নয়। কলম্বিয়ানদের উচ্ছ্বাসের নদীতে বান ডাকার মন্ত্রও। যে দলটার অতীত বিশ্বকাপের শেষ ষোলতে আটকে ছিল ২৪ বছর ধরে, তাদের কোয়ার্টার ফাইনাল খেলার উৎসবটা কেমন? কলম্বিয়ানরা একটা দৃষ্টান্তই স্থাপন করল। কেউ কাঁদল, কেউ হাসল, কেউ গাইল, কেউ নাচল আবার কেউ জীবনও দিয়ে দিল! জেমস রদ্রিগেজ কলম্বিয়ানদের কি উৎসবে মাতিয়েছেন, তার আন্দাজ করাও কঠিন। উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কলম্বিয়ানরা যখন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল, উরুগুইয়ান কোচ অস্কার তাবারেজ রদ্রিগেজকে চমৎকার এক সার্টিফিকেট দিলেন। ছেলেটা ম্যারাডোনার মতোই খেলে! 'দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেমস রদ্রিগেজরা একই সারির ফুটবলার।' উরুগুয়ে কোচের কাছ থেকে তুলনাটা না পেলেও জেমস রদ্রিগেজ কলম্বিয়ানদের জন্য ম্যারাডোনার চেয়ে কম কিছু নন। ২২ বছরের এক তরুণ তিনি। এরই মধ্যে বিশ্বকাপের মঞ্চে পাঁচটা গোল করে মেসি-নেইমার-মুলারকে (চার গোল) ছাড়িয়ে গেছেন। গোল্ডেন বুটের পুরস্কারটা কোনোভাবে ছুটে গেলেও সেরা তরুণ ফুটবলারের পুরস্কার এবার নিঃসন্দেহে রদ্রিগেজই পেতে যাচ্ছেন। যে দলে নায়ক হওয়ার কথা ছিল রাদামেল ফ্যালকাওয়ের সে দলে এখন রদ্রিগেজই সব। কলম্বিয়ানদের স্বপ্ন সারথি। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ানরা ব্রাজিলের মুখোমুখি হবে ৪ জুলাই। রদ্রিগেজদের হারানোর তেমন কিছু নেই। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেই তারা বিশ্ব জয়ের উৎসব করছে। এই নির্ভর দলটা ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণের পথে বড় রকমের বিপদ হয়ে দেখা দিবে না তো! বিশেষ করে ব্রাজিলের নড়বড়ে রক্ষণবূ্যহ কি কলম্বিয়ান আক্রমণভাগের ধারালো আক্রমণগুলো রুখতে পারবে!
জেমস রদ্রিগেজরা এতসব নিয়ে ভাবছে নাকি! ভয়-ডরহীন কলম্বিয়া। 'আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা ব্রাজিলকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তাদের অনেক চমৎকার ফুটবলার আছে। তবে তাদেরও উচিত আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করা।' রদ্রিগেজ কি একটা হুমকি দিয়ে রাখলেন ব্রাজিলিয়ান কোচ স্কলারিকে! কলম্বিয়াকে গুরুত্ব না দিলে উরুগুয়ের ভাগ্যবরণ হতে পারে ব্রাজিলেরও। তবে খেলাটা ব্রাজিলের মাটিতে বলেই নেইমাররা কিছুটা সুবিধা পাবেন।