দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে উরুগুয়েকে দিয়েগো ফোরলান একাই টেনে তুলেছিলেন সেমিফাইনালে। কিন্তু এবার তার পারফরম্যান্সে ভাটা। বয়স ৩৫। কলম্বিয়ার কাছে উরুগুয়ে হেরে বিদায় নেওয়ায় অনেকেই ফোরলানের বিদায় দেখতে পাচ্ছেন। কিন্তু ফরলান বলেছেন তিনি এখনো খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। উরুগুয়ের তারকা বলেন, 'আমি ফুটবলকে খুবই ভালোবাসি। মাঠে নামতে আমার ভালো লাগে। যদিও এটা সত্য যে, এক সময় আমাকে থামতেই হবে। কিন্তু আমি এখনো খেলা চালিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, প্রজন্মের পরিবর্তন হচ্ছে। দলে নতুন খেলোয়াড় আসছে। কিন্তু আমার অবসর নেওয়ার সময় এখনো আসেনি। আমি পাশে পাশে থেকে সহযোগিতা করতে চাই।'
লুইস সুয়ারেজ না থাকায় প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে একাদশে ছিলেন তিনি। কিন্তু নিজের সেরা পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। ওই ম্যাচে উরুগুয়ে হেরেছিল ৩-১ গোলে। নকআউট পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে একাদশেই ছিলেন। ৫৩ মিনিট খেলেছেন। কিন্তু কোনো গোলের দেখা পাননি। উরুগুয়ের মতো ফোরলানও সুপার ফ্লপ। কিন্তু তিনি মনে করেন, এখন বাজে সময় যাচ্ছে। ঠিকই তিনি নিজেকে শুধরে নিয়ে আবার আগে ফর্মে ফিরবেন। তবে উরুগুয়ে বিদায় নেওয়ার ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ফোরলান।