ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে পদ্মভূষণ ও সহ-অধিনায়ক বিরাট কোহলিকে পদ্মশ্রী পদক ২০১৪’র জন্য মনোনয়ন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এই দুটি নাম প্রস্তাব করে ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে দেশটির বোর্ড।
পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আর পদ্মশ্রী দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৫৪ সাল থেকে পুরস্কার দুটি দেওয়া হচ্ছে।