ওয়েইন রুনিকেই অধিনায়ক হিসেবে বেছে নিলেন কোচ লুইস ফন গাল। আর স্কটল্যান্ডের মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে তার সহকারী করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন এ কোচ।
নেতৃত্ব পেয়ে দারুণ খুশি রুনি। ক্লাবের ওয়েবসাইটে নিজের সেই খুশির কথা জানালেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। "অসাধারণ এই ক্লাবের অধিনায়ক নির্বাচিত হওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য বড় সম্মানের বিষয়।"
ওল্ড ট্রাফোর্ডে শনিবার সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে ইউনাইটেড। আসন্ন মৌসুমে দলকে নেতৃত্ব দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন রুনি। "নতুন মৌসুমের প্রথম ম্যাচে শনিবার দলকে নেতৃত্ব দেয়ার জন্য আমি উন্মুখ হয়ে আছি।"
রুনিকে অধিনায়ক বেছে নেয়ার ব্যাখ্যাও দিয়েছেন ফন গাল। "আমার কাছে অধিনায়ক বাছাই করাটা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। আমি রুনির পেশাদারি মনোভাব এবং অনুশীলন ও আমার দর্শনে তার দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ।"