চার মাস নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা লুইস সুয়ারেজের আপিল শুনানির রায় আগামীকাল দেওয়া হবে। নেদারল্যান্ডসের ক্রীড়াবিষয়ক সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’ এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেয়ায় সুয়ারেজকে নয় ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। পাশাপাশি চার মাস ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। তবে এসব তার বার্সেলোনায় পাড়ি জমানোর পথে বাধা হতে পারেনি। ৮৮ মিলিয়ন ইউরোতে কাতালান ক্লাব আনফিল্ড থেকে ন্যু-ক্যাম্পে ভেড়ায় সুয়ারেজকে। ফিফার শাস্তি অনুযায়ী আগামী অক্টোবরের আগে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না লুইস সুয়ারেজ।
এদিকে বার্সেলোনার হয়ে মাঠে নামার জন্য মরিয়া হয়ে রয়েছেন লুইস সুয়ারেজ। এমনটাই জানিয়েছেন তার বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি বলেন, “আমি তার সঙ্গে কথা বলেছি। সে মাঠে নামার জন্য মরিয়া হয়ে পড়েছে।”
আগামী ২৪ আগস্ট এলচের বিপক্ষের ম্যাচ দিয়ে বার্সেলোনা তাদের লা লিগা মৌসুম শুরু করবে। ২৬ অক্টোবর কাতালানরা চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে।