ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে পরাজিত হয়ে ২৮ বছর পর সোনার ট্রফি জিততে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। ব্যর্থতার দায় কাঁধে নিয়েই বিশ্বকাপের পর পর কোচের পদ ছেড়ে দিয়েছিলেন আলেসান্দ্রো স্যাবেলা। তার পদত্যাগের পর নতুন কোচ হিসেবে হোসে পেকারম্যানের নাম শোনা গিয়েছিল বেশ কিছুদিন। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোচ হিসেবে বেছে নিয়েছে টাটা মার্টিনোকে। বার্সেলোনা থেকে বিদায় নিলেও মেসিদেরই গুরু থাকছেন মার্টিনো। গত মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন তিনি। এর আগে ছিলেন মেসির শহর রোসারিওর ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েসের কোচ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেজারার হোসে লেমে জেরার্ডো মার্টিনোর কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ তাকে সাংবাদিকদের সামনে উপস্থিত করার কথা রয়েছে।
৫১ বছর বয়সী আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো এর আগে প্যারাগুয়ে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ পাঁচ বছর। তার অধীনেই প্যারাগুয়ে ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ১৯৯৮ সাল থেকে কোচ হিসেবে বিভিন্ন দলে দায়িত্ব পালন করেছেন তিনি। টাটা মার্টিনো ফুটবলার হিসেবে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন নিউওয়েলস ওল্ড বয়েজে। বার্সেলোনার জার্সিতেও তিনি ৫টা ম্যাচ খেলেছেন। ক্যারিয়ারে অর্জনের তালিকায় অনেক কিছুই আছে তার। ফুটবলার হিসেবে তিনি জয় করেছেন আর্জেন্টিনা লিগ। কোচ হিসেবে জয় করেছেন স্প্যানিশ সুপার কাপ, আর্জেন্টাইন লিগ এবং প্যারাগুয়ে লিগ। ল্যাটিন আমেরিকার সেরা কোচ নির্বাচিত হয়েছেন ২০০৭ সালে। আলেসান্দ্রো স্যাবেলা দীর্ঘ ২৪ বছর পর আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন ব্রাজিল বিশ্বকাপে। সোনার ট্রফিতে শেষ স্পর্শটাই কেবল বাকি ছিল। স্যাবেলার বাকি কাজটা কি শেষ করতে পারবেন টাটা মার্টিনো!