ব্রায়ান রবসন, স্টিভ ব্রুস এবং গ্রে নেভিলদের উত্তরসূরি হলেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডে লুই ফন গালের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই ইংলিশ স্ট্রাইকার। অ্যালেক্স ফার্গুসন তার দীর্ঘ সময়জুড়ে ছয়জন অধিনায়ক বেছে নিয়েছিলেন। ইংলিশ তারকা স্টিভ ব্রুস, ফ্রান্সের এরিক ক্যানটোনা, আয়ারল্যান্ডের রয় কিয়েন, ইংল্যান্ডের গ্রে নেভিল এবং সার্বিয়ার নিমানজা ভিডিক ছিলেন ফার্গুসন যুগের অধিনায়ক। ফার্গুসন বিদায় নেওয়ার পরও অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন ভিডিক। তবে তিনি এই মৌসুমে ইন্টার মিলানে চলে যাওয়ায় নতুন অধিনায়কের প্রয়োজন পড়ে ফন গালের। তিনি তার সেরা তারকা ওয়েইন রুনিকেই বেছে নিলেন অধিনায়ক হিসেবে। দেখা যাক, তিনি তার পূর্বসূরিদের মতোই সফল হতে পারেন কি-না!