বিশ্বকাপ ফুটবলে ইতালির রক্ষণভাগের চিয়েলিনি্নকে কামড়ে সব ধরনের ফুটবলে চার মাস নিষিদ্ধ উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এছাড়া ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করে ফিফা। এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেন সুয়ারেজ। আজ তার আপিলের রায় ঘোষণা করতে পারে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। বিশ্বকাপ শেষে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেজ।
নিষেধাজ্ঞার পর ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে আপিল করেন। কিন্তু ফিফা তাতে সায় দেয়নি। এরপরই সুইজারল্যান্ডের লুসানে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেন। তার আপিলের পর শুক্রবার শুরু হয় শুনানি। তখন জানানো হয়েছিল পরের সপ্তাহে রায় ঘোষণা করা হবে।