বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জার্মান সুপার কাপ জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। এমনকি এই প্রতিযোগিতায় সর্বোচ্চ শিরোপা জয়ের দৌড়ে বায়ার্নকে ছাড়িয়ে গেল বরুসিয়া। এর আগে পাঁচবার জার্মান সুপার কাপ শিরোপা জিতেছে বরুসিয়া। আর বায়ার্ন জিতেছে পাঁচবার। ফলে এই জয়ে বায়ার্নেক পেছনে ফেলে এগিয়ে গেল বরুসিয়া।
গতকাল বুধবার রাতে ঘরের মাঠ সিগনাল-ইদুনা পার্কে বরুসিয়ার পক্ষে গোল দুটি করেন হেনরিখ মিখিতারিয়ান ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং।
২৩তম মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার মিখিতারিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা আর ৬২তম মিনিটে গ্যাবনের ফরোয়ার্ড আউবামেয়াংয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায় তাদের।