পৃথিবীর প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাস্টার্স-এ ৩০০ টি ম্যাচ জেতার নজির গড়লেন টেনিস সম্রাট রজার ফেদেরার।
আজ বৃহস্পতিবার সিনসিনাটিতে কানাডার ভাসেক পসপিসিলকে ৭-৬ (৪) ,৫-৭, ৬-২ সেটে হারিেয় ফেদেরার এ কৃতিত্ব অর্জন করেছেন। ৩৩ বছর বয়সী এই সুইস তারকা আজ থেকে ১৪ বছর আগে মায়ামিতে প্রথম ‘মাস্টার্স ১০০০’ জিতেছিলেন।
এ জয় প্রসঙ্গে পৃথিবীর তিন নম্বর তারকা ফেদেরার বলেছেল ,‘ টুর্নামেন্টের মেরুদণ্ডই হচ্ছে মাস্টার্স ১০০০। আমি জানি অনেকেই গ্র্যান্ডস্লাম জয় নিয়ে বেশি মাতামাতি করেন। কিন্তু , মাস্টার্স ১০০০, ৫০০ ও ২৫০ জেতাটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।’