২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত গোলকিপিং করে ‘গোল্ডেন গ্লাভস’ ছিনিয়ে নিয়েছিলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। তার এই অসাধারণ কৃতিত্বির জন্য এবার সম্মান জানাতে চলেছে মাদাম তুঁসো মিউজিয়াম কর্তৃপক্ষ। বার্লিন শাখার মিউজিয়ামে ন্যুয়ারের মোমের মূর্তি বসাতে যাচ্ছেন তারা।
বার্লিনের মাদাম তুঁসোর মিউজিয়াম ডিরেক্টর সান্দ্রা স্ক্যামালজ্রাইড জানিয়েছেন ,‘ম্যানুয়েল ন্যুয়ার এই মুহূর্তে পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় একজন ফুটবলার। বিশ্বকাপের পর থেকেই মিউজিয়ামে আগত দর্শনার্থীদের অধিকাংশই ন্যুয়ারের মূর্তি বসানোর জন্য আমাদের কাছে একাধিকবার আবেদন জানিয়েছেন। তাই আমরা ন্যুয়ারের মূর্তি বসানোর সিদ্ধন্ত নিয়েছি।
সান্দ্রা জানিয়েছেন, ২০ সদস্যের টিম প্রায় চার মাস ধরে লন্ডনে ন্যুয়ারের মূর্তি তৈরি করবেন ৷ তারপরেই বার্লিনে আসবে সেই মূর্তি ।
এর আগে বার্লিনের মিউজিয়ামে জার্মানির কিংবদন্তি গোলরক্ষক অলিভার কান, তারকা ফুটবলার মেসুট ওজিল ও জুরগেন ক্লিন্সম্যানের মূর্তি বসানো হয়েছিল