চেলসি থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে পাড়ি জমানো ব্রাজিলের ডিফেন্ডার ডেভিড লুইজ মনে করেন, নতুন মৌসুমে তার সাবেক ক্লাব চেলসি তাকে এবং ফ্রাঙ্ক ল্যামপার্ডকে অনেক মিস করবে।
সম্প্রতি চেলসির ম্যানেজার হোসে মরিনহো লুইজকে ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজির কাছে বিক্রি করে দেন। এছাড়া ইংলিশ মিডফিল্ডার ল্যামপার্ডকে নিউ ইয়র্ক সিটির কাছে বেচে দেন। ইংলিশ এ তারকা আপাতত ম্যানচেস্টার সিটির হয়ে ধারে খেলছেন।
এর আগে মরিনহো বলেছিলেন, লুইজকে ছাড়াই এবারের মৌসুমে তার দল বেশ শক্তিশালী। তার এ কথায় চটে না গিয়ে বরং ঠান্ডা মাথায় এবার মুখ খুললেন লুইজ।
ডেভিড লুইজ বলেন, ‘আমি বিশ্বাস করি, চেলসি কিংবা যে কোনো দল আমাকে অনুভব (মিস) করবে। আমি এটা অহংকার নিয়ে বলছি না, আমি আমার বিশ্বাস এবং মাঠে খেলার ক্ষমতা থেকে এটা বলছি।’