এক বছরও হয়নি জোয়ান প্যাভি দ্বিতীয় সন্তানের জননী হয়েছেন। প্রথম সন্তান জ্যাকবের মা হয়েছিলেন ২০০৯ সালে। কিছুদিন আগে জন্ম দিয়েছেন এমিলি নামক এক কন্যাসন্তান। ১১ মাসের দুধের বাচ্চাকে নিয়েই সুইজারল্যান্ডের জুরিখে এসেছিলেন অ্যাথলেটিকসের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। এসেই চমকে দিলেন বিশ্বকে! ৮০ বছরের পুরনো এই আসরে একটা রেকর্ড ভেঙে দিয়েছেন জোয়ান। ১০ হাজার মিটারে জয় করেছেন স্বর্ণ। কেবল 'সুপার মম' হিসেবেই নয়, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক নারী হিসেবেও। দিন কয়েক আগে কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকস ট্র্যাকে ৫ হাজার মিটারে জয় করেছেন ব্রোঞ্জ। এবার ক্যারিয়ারের প্রথম বড় কোনো ইভেন্টে স্বর্ণ জয় করলেন ১০ হাজার মিটারে। ফ্রান্সের লায়লা ট্র্যাবি এবং ক্লেমেন্স ক্যালভিনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। সিলভারজয়ী ফরাসি অ্যাথলেট ক্লেমেন্স ইংল্যান্ডের জোয়ানের চেয়ে ১৬ বছরের ছোট! ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বয়সী নারী হিসেবে স্বর্ণ জয় করেছিলেন রাশিয়ার ইরিনা খাবারোভা। ৪০ বছর ২৭ দিন বয়সে তিনি ২০০৬ সালের গুটেনবার্গ আসরে চার গুণিতক ১০০ মিটারে স্বর্ণ জয় করেছিলেন। প্রায় ৪১ বছর বয়সে স্বর্ণ জিতে ইরিনার রেকর্ড ভাঙলেন জোয়ান। ২০ সেপ্টেম্বর তিনি ৪১ বছর পূর্ণ করতে যাচ্ছেন। এই রেকর্ডের পর 'সুপার মম' বলছেন, 'এটা একটা অসাধারণ রেকর্ড। সত্যিই এটা সম্মানের।' স্বর্ণ জয়ের পর ১১ মাসের শিশুকন্যাকে নিয়েই 'ল্যাপ অব অনার'টা শেষ করেছেন জোয়ান প্যাভি।