আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর অন্ধ ভক্ত পোপ ফ্রান্সিস। মূল্যবান এই সমর্থককে দারুণ এক উপহার দিল আর্জেন্টাইন ক্লাব। কোপা লিবারতেদরসের শিরোপা। গতকাল সকালে বুয়েন্স আয়ার্সে নিজেদের মাঠে সান লরেঞ্জো কোপা লিবারতেদরস ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ের ন্যাশনাল ক্লাবকে। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ১-১ ব্যবধানে ড্র করে শিরোপা জয়ের পথে এগিয়েই ছিল আর্জেন্টাইন ক্লাব লরেঞ্জো। কোপা লিবারতেদরস জয় করে সান লরেঞ্জো ফিফা ক্লাব বিশ্বকাপ নিশ্চিত করল। এই আসরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল মাদ্রিদের সঙ্গী হবে সান লরেঞ্জো।