নাক ভেঙেছে, তাতে কী? তবুও আজ মাঠে দেখা যাবে ইংলিশ অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রডকে। ভাঙা নাক নিয়েই তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতীয় দলকে। শেষ ম্যাচে যেভাবেই হোক জয় চান তিনি। ওল্ড ট্রাফোর্ড টেস্টে ব্যাটিং করার সময় ভারতীয় বোলার বরুণ অ্যারোনের বলে তার নাকের দুই জায়গায় ভেঙে যায়। অনেকে ভেবে ছিলেন হয়তো, অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে ব্রডকে। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে এই ম্যাচেই খেলার কথা বলেছেন তিনি। তবে এ সময় তার নাকে থাকবে ব্যান্ডেজ।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক বলেছেন, 'এ ম্যাচে ব্রড খেলবে। ওর তেমন সমস্যা হচ্ছে না। নেটে সে ৭-৮ ওভার বোলিং করেছে। নাকে এখন আর ব্যথা অনুভব করছে না।'