ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত ব্রাজিলের লিজেন্ডারি খেলোয়াড় পেলে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এবার নিজের চেয়ে ৩০ বছরের ছোট মার্সিয়া সিবেলে নামে এক নারীকে বিয়ে করবেন এ ফুটবল সম্রাট। একমাত্র খেলোয়াড় হিসেবে তিন তিনটি বিশ্বকাপ জয়ী পেলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তৃতীয় বারের মতো বিয়ে করতে যাওয়ার এ খবর নিশ্চিত করেছেন।
সম্প্রতি এক তরুণীকে নিয়ে ফুটবল মাঠে খেলা দেখতে গিয়েছিলেন পেলে। আর এ ছবি ধরা পড়ে এক ফটো সাংবাদিকের ক্যামেরায়। পরে জানা যায় ক্যামেরায় ধরা পড়া ওই নারী সিবেলেই হচ্ছেন পেলের তৃতীয় স্ত্রী।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলকে বিশ্বকাপ শিরোপা এনে দিতে দলের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সর্বকালের অন্যতম সেরা ও সবচেয়ে সফল এ ফুটবলার।
১৯৫৮ সালের বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সেই তিনি অবিশ্বাস্য সব রেকর্ড গড়েন। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ওই বিশ্বকাপে গোল করা ও হ্যাটট্রিক করার রেকর্ড গড়েন পেলে। ১৭ বছর বয়সে গড়া তার সেই রেকর্ড ফুটবল ইতিহাসে আজও অক্ষুণ্ণ রয়েছে।