যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাতিতে অনুষ্ঠিত ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। গতবারের রানার্সআপ আমেরিকান জন ইসনারকে ৬-৭, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেন টুর্নামেন্টের অষ্টম বাছাই মারে।
অ্যান্ডি মারের শুরুটা বেশ ধীর ছিল। প্রথম সেটে ইসনারের কাছে টাই-ব্রেকে হারেন তিনি। তবে পরের দুই সেটে নিজের সহজাত খেলা খেলে জয় পান মারে।
আগামী ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেন। তাই এ টুর্নামেন্ট সামনে রেখে সিনসিনাতিতে আরো সামনের দিকে অগ্রসর হতে চান বলে ম্যাচ শেষে জানান মারে।