ইনজুরি কাটিয়ে আজ খেলায় ফিরছেন ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমার। আজ বার্সেলোনার মৌসুম পূর্ব জন গ্যাম্পার ট্রফিতেই তিনি খেলবেন বলে জানিয়েছেন। বার্সা লিওনের বিপক্ষে মাঠে নামবে। খবর : গোলডটকম
২২ বছর বয়সী নেইমার বিশ্বকাপ ফুটবল আসরের কোয়ার্টার ফাইনাল মেরুদণ্ডে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। এরপর তিনি আর বিশ্বকাপ আসরে নামতে পারেননি। যদিও সাইডলাইন থেকে দলকে উৎসাহ যুগিয়েছেন।
চিকিৎসা শেষে অঅজ বার্সার নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আবার খেলায় নামছেন নেইমার। বার্সেলোনার নতুন কোচ লুইস এনরিকের এটিই প্রথম ম্যাচ।