সিনসিনাটির ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনে প্রথমবারের মতো শিরোপা জিতলেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। ফাইনালে সেরেনা সার্বিয়ার আনা ইভানোভিচকে সরাসরি সেটে ৬-৪, ৬-১ গেমে হারান। এজন্য তিনি সময় নেন মাত্র ৬২ মিনিট।
অপরদিকে ছেলেদের বিভাগে জয় পেয়েছেন সুইস টেনিস লেজেন্ড রজার ফেদেরার। তিনি স্পেনিশ তারকা ডেভিড ফেরেরকে ৬-৩, ১-৬, ৬-২ সেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো সিনসিনাটি মাস্টার্সের শিরোপা জিতলেন। ফেদেরার বর্তমানে বিশ্বের তিন নম্বর শীর্ষ তারকা। তিনি এ পর্যন্ত রেকর্ড ১৭টি গ্রান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন।