ওয়েস্ট ইন্ডিজ সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে রবিবার ৯৫ রানে জয় পেয়েছে সফরকারী টাইগাররা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেন মুশফিকরা।
সফরে একমাত্র ওয়ানডে প্রস্তুতি ম্যাচে রবিবার সন্ধ্যায় টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার তামিম ইকবাল ৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন। এতে ছয় বাউন্ডারি ও ১২টি চারের মার রয়েছে তার। এছাড়া দলের তরুণ ওপেনার এনামুল হক বিজয় ২৪, শামসুর রহমান ৩২ ও অধিনায়ক মুশফিকুর রহিম নেন ৪৪ রান।
জাতীয় দলের আরেক অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ রান সংগ্রহ করেন। তিন বাউন্ডারি ও সাতটি চারের ইনিংস সাজান রিয়াদ। এছাড়া নাসির হোসেন ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বিপক্ষে ৩২৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে স্বাগতিক তরুণরা নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেন। গ্রেনাডার পক্ষে কিয়নে জর্জ সর্বোচ্চ ৬২ রান করেন। এছাড়া হেরন কাম্পবেল ২৩, আন্দ্রে ফ্লেচার ২৯, রোনাল্ড এটিয়েনে ৩১ রান করেন।
সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ আগস্ট।