গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি জয় দিয়েই শুরু করেছে ইংলিশ প্রিমিয়র লিগের যাত্রা। সের্জিও আগুয়েরো আর ডেভিড সিলভার গোলে ২-০ তে নিউক্যাসলকে হারাল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। প্রথম জয়েই তারা প্রমাণ করে দিল যে, খেতাব ধরে রাখতে চায় তারা।
ঘরের মাঠ প্রবল সমর্থন নিয়েই মাঠে নেমেছিল নিউক্যাসল।কিন্তু শুরু থেকেই একাধিক ভুল ভ্রান্তি করতে শুরু করে দেয় অ্যালান পারদিউর ছেলেরা। যার সুযোগ নিতে শুরু করে দেয় সিটি। ১১ মিনিটের মাথায় ২৫ গজ দূর থেকে সিটির তারকা স্ট্রাইকার সমীর নাসরি একটি অসাধারণ শট নেন। তবে বিপক্ষের গোলরক্ষক টিম ক্রুল প্রতিহত করে দেন। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যে নিউক্যাসলের কাছেও গোল করার সুযোগ আসে। কিন্তু,শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি অভিষিক্ত ফুটবলার রেমি কাবেয়া।
ম্যাচের ৩৮ মিনিটের মাথায় জেকোর বাড়ানো অসাধারণ ব্যকহিলে নিউক্যাসলের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ডেভিড সিলভা। প্রথমার্ধে রিতিমতো আক্রমণাত্মক মেজাজেই ফুটবল খেলে পেলিগ্রিনির ছেলেরা। নিউক্যাসলে এই বছর চারজন নতুন ফুটবলার যোগ দিয়েছেন। এদের একজন আয়োজি পেরেজ।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত চার মিনিট যোগ করেন ম্যাচ রেফারি। ম্যাচের সময় যখন ৯২ মিনিট তখন আর্জেন্টিনার স্ট্রাইকার সের্জিও আগুয়েরো নিউক্যাসলের কফিনে শেষ পেরেকটি মারেন।
গত সপ্তাহেই আর্সেনালের কাছে কমিউনিটি শিল্ডের খেতাব হাতছাড়া করতে হয়েছে সিটির ফুটবলারদের। তাই প্রিমিয়র লিগের প্রথম ম্যাচেই বাড়তি তাগিদ নিয়ে মাঠে নেমেছিল তারা।