এবার কি ভারতীয় দলের টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার কথাবার্তায়। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ইনিংস ও ২৪৪ রানে হেরে ৩-১ এ সিরিজ হাতছাড়া করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সম্ভবত ধোনি আর অধিনায়কত্বের চাপ সামলাতে পারছেন না।
টেস্টে ধোনিকে অধিনায়কের পদ থেকে সরানোর জন্য অনেকদিন ধরেই সরব হয়েছেন ক্রিকেট পণ্ডিতরা। ম্যাচ শেষে সাংবাদিকরা ধোনির থেকে জানতে চান আগামি দিনেও তিনি কি ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন কিনা। এর উত্তরে ধোনি বলেন, ‘ আমি জানি না আদৌ আমার সেই শক্তি থাকবে কি না। আপনারা অপেক্ষা করুন। খবর পেয়ে যাবেন৷’
ওভাল টেস্টে ভরাডুবির জন্য দলের টপ-অর্ডার ব্যাটসম্যানদেরই দায়ী করেছেন তিনি। পাশাপাশি দলের তরুণ ক্রিকেটারদের অনভিজ্ঞতাও হারার জন্য বড় কারণ বলে মনে করেন তিনি। ধোনি জানান,‘ সিরিজের শুরু থেকেই দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা চাপ নিতে পারেনি। টেস্ট ক্রিকেটে চাপ নিয়েই স্কোর করতে হবে। ওদের ব্যাট থেকে ১৫০-৬০ রান এসেছে। এত কম রান করলে কখনই ‘হোম’ টিমের বিরুদ্ধে জেতা সম্ভব নয়।'
তবে আপাতত ওয়ানডে ও টি-২০ ম্যাচের হাত ধরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে ধোনির দল।