শেষ অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল অ্যালিস্টার কুক অ্যান্ড কোম্পানিকে। তারপর থেকেই অধিনায়কের পদ থেকে তাকে সরানোর দাবীতে সরব হয়েছিলেন সাবেক ক্রিকেটাররা। পরপর দশটি টেস্টের হার সহ্য করতে হয়েছে তাকে। কিন্তু ভারতের থেকে ৩-১ এ সিরিজ ছিনিয়ে নিতে পারে আপাতত শাপমুক্তি ঘটল কুকের। ভারত-ইংল্যান্ড সিরিজের মাঝপথেই অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রী অ্যালিসের কথাতেই নাকি তা করেননি কুক। তাই সিরিজ জিতে স্ত্রীকে ধন্যবাদ জানাতে ভুললেন না কুক।
তিনি বলেন,‘আমার স্ত্রীর জন্যই আজ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে পারছি। আমি সাধারণত এই রকম বলি না। কিন্তু আজ আমার স্ত্রীরই ধন্যবাদ প্রাপ্য। কঠিন সময় ওই পাশে দাঁড়িয়ে আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে।অধিনায়কত্ব না ছাড়ারই পরামর্শ দিয়েছে। তাই আমি আমার সিদ্ধান্ত বদলাতে পেরেছি।’