ওভালে টেস্টের তৃতীয় দিন রবিবার ভারতেকে ইনিংস ও ২৪৪ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জেতে ইংল্যান্ড।
মাত্র আড়াই দিনে হেরে যাওয়া ম্যাচে ধীর ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির দলকে।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রঞ্জন মাদুগালে এই শাস্তি দেন। খেলোয়াড়দের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক বলে ধোনির শাস্তি বেশি, ম্যাচ ফির ৬০ শতাংশ।
আর আগামী ১২ মাসের মধ্যে আবার ওভার রেট সংক্রান্ত এই অভিযোগ প্রমাণিত হলে ধোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। ভারত আইসিসির এই সিদ্ধান্ত মেনে নেয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়েনি।