ইউএস ওপেনের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। ১৮তম গ্র্যান্ডস্লাম জয় করতে নামবেন তিনি দিন কয়েক পরই। তবে এর মধ্যে অন্য জগতেও ঢুঁ মেরে এলেন। নিউইয়র্কের এক অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে গাইলেন পপ সংগীত। তবে মঞ্চে গান গাওয়াটা খুব একটা পছন্দ করেন না তিনি। বললেন, 'গান শুরু করার আগে খুব স্নায়ু চাপে ভুগছিলাম।' তবে নব্বইয়ের দশকের গানের সঙ্গে তার গলার নাকি একটা মিল খুঁজে পান সেরেনা। এ ব্যাপারে বলেছেন, 'আশি ও নব্বইয়ের দশকের রক গান আমার গলায় ভালো মানায়।' ৩২ বছর বয়সী এই মার্কিন তারকা সোমবার থেকে অনুষ্ঠেয় ইউএস ওপেনের প্রথম রাউন্ডে স্বদেশি টেইলরের মুখোমুখি হবেন।