১৭ টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইস লেজেন্ড রজার ফেদেরারকে হারিয়ে ইউএস ওপেনে পুরুষ এককের ফাইনালে জায়গা করে নিলেন ক্রেয়েশিয়ার মারিন সিলিক। এর ফলে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠলেন টুর্নামেন্টের ১৪তম বাছাই সিলিক। সেমিফাইনালে ৬-৩, ৬-৪, ৬-৪ সেটে ফেদেরারকে হারান সিলিক।
ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় সিলিক বলেন, 'দিনটি ছিল আমার জন্য আশ্চর্যজনক। আমি এমন খেলবো স্বপ্নেও ছিলনা। নিজের সেরাটা খেলার চেষ্টা করেছি।'
এদিকে, আরেক সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ হেরে গেছেন জাপানের উদীয়মান তারকা কেই নিশিকোরির কাছে। কোনো জাপানি হিসেবে এই প্রথম তিনি কোনো গ্রান্ডস্ল্যাম এককের ফাইনালে উঠলেন।
ইউএস ওপেনের প্রথম সেমিফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচকে ৬-৪, ১-৬, ৭-৬ (৭-৪) ও ৬-৩ সেটে হারান নিশিকোরি।
সিলিক ও নিশিকোরি দু'জনেই তাদের ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন।