এশিয়াডের পরেই আর্ন্তজাতিক শ্যুটিং থেকে অবসর নেবেন অভিনব বিন্দ্রা। আজ সোমবার ট্যুইটারে এমনটাই জানিয়েছেন দেশের প্রথম অলিম্পিক স্বর্ণ পদকজয়ী শ্যুটার।
২০০৮ বেজিং অলিম্পিকে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতকে সোনা এনে দিয়েছিলেন পঞ্জাবের এই বাসিন্দা। এদিন ট্যুইটারে বিন্দ্রা বলেন, 'মঙ্গলবারই আমি পেশাদার শ্যুটিং থেকে অবসর নেব। যদিও শ্যুটিং থেকে দূরে থাকব না। হবি শ্যুটার হিসাবেই সপ্তাহেই দু’দিন প্র্যাক্টিস করব।' যদিও ২০১৬ রিও অলিম্পিকে নামতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন বিন্দ্রা।
৩২ বছর বয়সি বিন্দ্রাই ভারতকে ১৯৮০ সালের পর অলিম্পিকের আসরে সোনা এনে দিয়েছিলেন। যদিও সেবার ভারত হকিতে দলগত প্রয়াসে সোনা ছিনিয়ে এনেছিল। কিন্তু বিন্দ্রা ব্যক্তিগত কৃতিত্বে সোনা এনে দিয়েছিলেন দেশকে।