এশিয়ান গেমস ফুটবলে আবারও ম্যাচ গড়াপেটার ছায়া রমরমিয়ে চলছে। স্পাের্টসরাডার নামক একটি সংস্থা এমনটাই দাবি করেছে৷ তাদের অভিযোগ, এবার এশিয়াডে বুকিরা যথেষ্ট প্রভাব খাটাচ্ছে ৷ এইসব জুয়াড়িদের অশুভ অঙ্গুলি হেলনেই চলছে ম্যাচ গড়াপেটা।
সুইজারল্যান্ডের এই সংস্থা অবশ্য নির্দিষ্ট করে কোনও দলের নাম বা কোনও ম্যাচের উল্লেখ করেনি৷ তবে তারা জানিয়েেছে, এবার এশিয়াডে গ্রুপ পর্যায়ের বেশ কিছু ম্যাচে শেষ মুহূর্তের গোলে খেলার ফয়সালা হয়েছে৷ যেগুলি আপাত দৃষ্টিতে দারুণ মনে হলেও, আসলে সেগুলি ছিল এই গড়াপেটারই ইঙ্গিত৷
স্পোর্টসরাডারের এক কর্মকর্তা গুরুতর অভিযোগ করেছেন৷ তিনি বলেছেন, কিছু কিছু ম্যাচের ফলাফলে বুকিদের আত্মবিশ্বাস ছিল চোখে পরার মতো৷ যেগুলি গড়াপেটার বিষয়টিকে আরও নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে মনে করছে সংস্থাটি৷
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি