ঘরের মাঠে পাঁচ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর এতে সবচেয়ে বড় অবদান অলরাউন্ডার সাকিব আল হাসানের। নিজের প্রত্যাবর্তন যে এভাবে জানান দিবেন তা হয়তো ক্রিকেটবোদ্ধারাও ভাবেননি।
ঢাকা টেস্টে ৬ উইকেটের পর খুলনা টেস্টে সেঞ্চুরির পর দুই ইনিংস মিলে ১০ উইকেট। এই অনন্য কীর্তি তাকে নিয়ে গেছে গ্যারি সোবার্স, ইমরান খান, ইয়ান বোথাম, মোশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিসদের মতো বিশ্বসেরাদের কাতারে। তাছাড়া কিছুদিন আগে হারানো বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাবও ফিরে পেয়েছেন তিনি।
স্বভাবতই দেশসেরা ক্রিকেটার সাকিবকে নিয়ে মেতেছে দেশের মিডিয়া। বাদ যায়নি বিদেশি মিডিয়া। বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশের জয়ের চেয়েও সাকিবের কীর্তিকে বড় করে দেখানো হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির শিরোনাম, ‘সাকিব জয়েন্স ১০০ অ্যান্ড ১০ উইকেট লিষ্ট’।
ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার শিরোনাম ‘অল রাউন্ড সাকিব জয়েন্স অল টাইম গ্রেট।’ এতে ইমরান খান ও ইয়ান বোথামের সঙ্গে সাকিবের পারফরমেন্সের তুলনা করা হয়েছে। এনডিটিভি শিরোনাম করেছে- ‘সাকিব আল হাসান ক্লেইমস রেয়ার অল-রাউন্ড ফিট ইন বাংলাদেশ উইন’। ভারতের বাংলা জাতীয় দৈনিক আজকালের শিরোনাম ‘বোথাম-ইমরানকে ছুঁলেন সাকিব।’
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের শিরোনাম, ‘সাকিব’স টেন উইকেট ম্যাচ হল সীল সিরিজ ফর বাংলাদেশ।’ অপরদিকে ‘ দ্য ডন’র শিরোনাম ‘সাকিব লিডস বাংলাদেশ টু সিরিজ উইন ওভার বাংলাদেশ।’ ডেইলি টাইমসের শিরোনাম, সাকিব লিডস বাংলাদেশ টু টেস্ট সিরিজ উইন ওভার জিম্বাবুয়ে।
আর অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক এবিসি’র শিরোনাম, ‘সাকিব ক্লেইম রেয়ার অল-রাউন্ড ফিট ইন বাংলাদেশ উইন।’ দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড'র শিরোনাম, ‘বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান জয়েন্স ক্রিকেট গ্রেটস।’
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৪/মাহবুব