এবারের বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলছে, এ কথা বলাই যায়। কিন্তু এরইমধ্যে প্র্যাক্টিস করতে গিয়ে কনুইয়ে আঘাত পেয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনি। ধারণা করা হচ্ছিলো হয়তো মাঠে নামবেন না তিনি। তবে সব শঙ্কা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ মাঠে নেমেছেন তিনি।
প্র্যাক্টিসের সময় হঠাৎ একটা বল এসে লাগে অধিনায়কের কনুইয়ে। সঙ্গে সঙ্গে কনুই চেপে দাঁড়িয়ে পড়েন ধোনি। শেষ পর্যন্ত কনুইয়ে বরফের প্যাক দিয়ে মাঠ ছাড়েন তিনি। গতকাল রাত পর্যন্ত খবর ছিল তার খেলার সম্ভাবনা কম। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঝুঁকি নিয়ে তাকে একেবারেই খেলানোর পক্ষপাতী ছিল না টিম ম্যানেজমেন্ট। সে হিসেবে অধিনায়কত্বের দিক থেকে অভিষেক হতো বিরাট কোহলির। তবে শেষ পর্যন্ত গুরুভার পেলেন না কোহলি। দর্শকের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে মাঠে নামলেন চিরচেনা ধোনি।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রোকেয়া।