জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা কোলনকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর টানা তিন জয়ের ফলে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে বর্তমান শিরোপাধারীরা।
শুক্রবার রাতে নিজেদের মাঠ আলিয়াঞ্জ আরেনায় খেলার ৩ মিনিটের মাথায় বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের হেডে এগিয়ে যায় বায়ার্ন। এর ঠিক ৮ মিনিট পর ২০ গজ দূর থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক রিবেরি।
বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ করে লড়াইয়ের আভাস দেয় কোলন। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে নেদারল্যান্ডসের ফরোয়ার্ড আরিয়েন রবেন হেড করে ব্যবধান বাড়ান। আর ৭৫তম মিনিটে দলের চতুর্থ গোলটি করে দলের জয় নিশ্চিত করেন পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব