সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। তিন ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল চ্যাম্পিয়নরা। গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। মাত্র ১৩ রানে দুই উইকেট হারিয়ে তারা বিপদে পড়ে যায়। শেষ পর্যন্ত এই বিপদ থেকে আর মুক্ত হতে পারেনি আমিরাত। অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ২৫ রানে চার উইকেট নেন অশ্বিন, জাদেজা ২৩ রানে নিয়েছেন দুই উইকেট। তবে ভারতীয় পেসাররাও দারুণ বোলিং করেছেন। ১০৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে মাত্র ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। অপরাজিত ৫৭ রান করেছেন রোহিত শর্মা। হার না মানা ৩৩ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলিও।