শেষ আটে জায়গা করে নেওয়ার এখনো জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে এক পয়েন্ট পায় টাইগাররা। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে হারলেও পয়েন্ট তালিকায় এখনো চতুর্থ স্থানে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে হলে আজকের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়টা জরুরি। আজ শ্রীলঙ্কা জিতে গেলে ৯ মার্চ ইংলিশদের হারালেই মাশরাফিদের নিশ্চিত হয়ে যাবে শেষ আট। সেক্ষেত্রে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারলেও সমস্যা হবে না। তাই শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারলেও পরের দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে এখন পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে লঙ্কানরা। আজকের ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
কেননা এই ম্যাচে হারলে তাদের শেষ আট কঠিন হয়ে যাবে। সামনে থাকবে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। দুই ম্যাচেই জিততে হবে। আর ইংল্যান্ড যদি হেরে যায় তাদের শেষ আটের সম্ভাবনাও ফিকে হয়ে যাবে।
অবশ্য সেক্ষেত্রে বাংলাদেশ-ইংল্যান্ডটি হবে 'ফাইনাল'। যে দল জিতবে সে দলই চলে যাবে পরের রাউন্ডে। দুই স্বাগতিক দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পায় ইংল্যান্ড। ওয়েলিংটনের আজকের ম্যাচটি তারা 'ডু অর ডাই' হিসেবেই ধরে নিয়েছে। অধিনায়ক ইয়ন মরগান বলেন, 'শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আমাদের পারফরম্যান্সের উন্নতি করতে হবে। আশা করছি, আমরাই জয় পাব।'