বিশ্বকাপ ক্রিকেট চলছে। কাল শ্রীলঙ্কার কাছে ইংল্যান্ড হেরে যাওয়াতে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ঘরোয়া ফুটবল কি জমবে? বাফুফে তাই চেয়েছিল মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপের শিডিউল পিছিয়ে দিতে। কিন্তু ক্লাবগুলোর আপত্তির কারণে তা সম্ভব হয়নি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রসেল ক্রীড়া চক্র ও শেখ জামাল ফেডারেশন কাপের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়। ম্যাচে ২-১ গোলে জিতে শেখ জামাল ফাইনালে যায়। শক্তির বিচারে দুই দলেরই আসরে ফাইনাল খেলার কথা। কিন্তু গ্রুপিং নির্ধারণের কারণে তাদেরকে লড়তে হলো শেষ চারে। গ্যালারি ভরপুর না থাকলেও কাল বড় দুই দলের খেলা দেখতে মোটামুটি ভালোই দর্শক ছিল। দুই দলই শক্তির দিক দিয়ে কেউ কারোর চেয়ে কম নয়। সুতরাং ম্যাচে কি হতে পারে আগাম কিছুই বলা যাচ্ছিল না। শেখ রাসেলের অধিনায়ক মিঠুন ও শেখ জামালের নাসির অভিন্ন সুরে বলেছিলেন, ম্যাচে যারা ভালো খেলবে তারাই জয় নিয়ে মাঠ ছাড়বে।
আসলে টেনশনপূর্ণ ম্যাচে সমমানের দল হলে কেউ একক প্রাধান্য বিস্তার করে খেলতে পারে না। গ্রুপের শেষ ম্যাচে শেখ রাসেল অপেক্ষাকৃত দুর্বল দল মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করাতে কোচ দ্রাগান বেশ অসন্তুষ্ট ছিলেন। তাই এমিলিদের সেমিতে কৌশল ঠিক করে মাঠে নামান। প্রথমার্ধের ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রাসেলকে এগিয়েও রাখেন দেশসেরা স্ট্রাইকার এমিলি। প্রথমার্ধে আরও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু এমিলি ও কিংসলে সে সুযোগ কাজে লাগাতে না পারায় জালে বল জড়ানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে শুরুটাও ছিল শেখ রাসেলের নিয়ন্ত্রণে। কিন্তু রেফারি তৈয়বের পক্ষপাতিত্ব বাঁশি এমিলিদের আক্রমণে ব্যাঘাত ঘটছিল। ৫১ মিনিটে শেখ জামালের গোলরক্ষক সোহেল ডি-বক্সের বাইরে এসে বল ধরলেও রেফারি তাকে লাল কার্ড দেখাননি। ৬২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে খেলায় সমতা ফেরান শেখ জামালের নাসির। অথচ ডিফেন্ডাররা একটু সতর্ক থাকলেই বল জালে জড়াতো না। ৮৯ মিনিটে শেখ রাসেলের ডিফেন্ডারদের ভুলেই ডার্লিংটন চমৎকার হেডে জালে বল পাঠান। এই গোলই শেখ জামালকে ফাইনালে নিয়ে যায়। আজ দ্বিতীয় সেমিফাইনালে মোহামেডান ও মুক্তিযোদ্ধার ম্যাচে যারা জিতবে তাদের বিপক্ষে ৫ মার্চ ফাইনাল খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শিরোনাম
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
- বগুড়ায় অভিযানে যাওয়া ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩
- শনিবার যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির
- অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা
ফাইনালে শেখ জামাল
রেফারির পক্ষপাতিত্বের শিকার শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর