লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের ম্যাজিক্যাল ফুটবলে লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। গ্রানাডাকে ৩-১ গোলে হারিয়ে বাড়ি ফিরেছে কাতালানরা। গত সপ্তাহে মালাগার কাছে হারার পর লা লিগায় এটাই বার্সেলোনার লা লিগায় প্রথম জয়। মেসি এবং সুয়ারেজ ছাড়াও ম্যাচে গোল করেছেন আইভান রাকিটিচ। এ জয়ে পয়েন্ট তালিকায় রিয়ালের কাছাকাছিই থাকল বার্সেলোনা। ২৫ ম্যাচে লুইস এনরিকের শিষ্যরা ৫৯ পয়েন্ট সংগ্রহ করেছে। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। দলের পক্ষে দুটি গোলই করেছেন ওয়েইন রুনি। এ জয়ে আবারও তিন নম্বরে উঠে এল ম্যানইউ। ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে রেড ডেভিলরা। এদিকে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে নিউক্যাসলও। তারা ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে।
তবে ইতালিয়ান সিরি এ লিগে শিবোর সঙ্গে গোল শূন্য ড্র করেছে এসি মিলান।