দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন ৩৬ বছর বয়সী কিউই তারকা স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। সে ম্যাচে রূপকথার এক জয় নিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ব্লাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম চান ভেট্টরির জন্যই বিশ্বকাপটা জিততে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাটকীয় জয়ের ম্যাচে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ভেট্টরি। শেষ দিকে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে দলের জয়ে ভূমিকাও রেখেছেন। ব্রেন্ডন ম্যাককালাম বলেন, 'গত রাতে আমি ভেট্টরির সঙ্গে আড্ডা দিয়েছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই নাটকীয় জয়ের কথা সে কখনোই ভুলবে না। আমি মনে করি, সেমিফাইনালের মতো ফাইনালেও ভেট্টরি নাটকীয় কিছু একটা ঘটাবেন। আমরা বিশ্বকাপ জিতে রূপকথার অংশ হয়ে যাব।'