আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে অস্ট্রেলিয়া। ফুটবল শক্তির বিচারে অস্ট্রেলিয়া অনেক পিছিয়ে থাকলে ঘরের মাঠে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জার্মানির।
বুধবার রাতে ম্যাচের ১৭ মিনিটে মার্কোস রিউসের গোলে ১-০ গোলে এগিয়ে যায় জার্মানি। ৪০ মিনিটে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জেমস ট্রয়সি। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ গোলে সমতা দিয়েই।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন মিডফিল্ডার মাইল জেদিনাক। এই গোল শোধ করতে রীতিমতো ঘাম ছুটেছে জার্মানদের। শেষ অবদি ম্যাচের ৯ মিনিট বাকি থাকতে গোল পেয়েছেন লুকাস পোডলস্কি। পরবর্তীতে দু'দল আর কোনো গোলের দেখা না পাওয়ায় ২-২ গোলের সমতা নিয়ে মাঠে ছাড়ে জোয়াসিক লো’র জার্মানি।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৫/মাহবুব