যশোর ক্যান্টনমেন্টের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হয়েছে বসুন্ধরা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট। গতকাল ১২ জন জুনিয়র, তিনজন সিনিয়র ও ১৩ জন মহিলা গলফার টুর্নামেন্টে অংশ নেন। আজ ও আগামীকাল আরও ৬০ জন গলফার টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রতিযোগিতা শেষে শনিবার সন্ধ্যায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।