এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপে হার দিয়েই বাংলাদেশের যাত্রা হয়েছে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত 'ই' গ্রুপের ম্যাচে তারা সিরিয়ার কাছে ০-৪ গোলে হেরে যায়। ৫ মিনিটে ওমর খারবিন গোল করে দলকে এগিয়ে দেন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান আমারু জিনিয়াত। প্রথমার্ধ্বে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে পুনরায় গোল করেন ওমর। ৮২ মিনিটে দলের শেষ গোল করেন মাহমুদ। দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে সমানতালে লড়লেও শেষ মুহূর্তে ২ গোল হজম করে ভারত হেরে যায়। ৮৭ মিনিটে ইগর সারগিত ও ইনজুরি টাইমে অধিনায়ক কোজাক গোল দুটি করেন। বাছাই পর্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন দলই চূড়ান্ত পর্বে যাবে। ছুটির দিন হলেও আন্তর্জাতিক ফুটবল দেখতে গ্যালারিতে দর্শকের সংখ্যা ছিল খুব কম।