যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বসুন্ধরা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টে গতকাল দ্বিতীয় দিনে মোট ৩২ জন গলফার অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ জন সিনিয়র ও দুজন মহিলা গলফার ছিলেন। আজ টুর্নামেন্টের শেষ দিনে আরও ৪০ জন গলফার খেলায় অংশ নেবেন। এর আগে টুর্নামেন্ট শুরুর দিনে বৃহস্পতিবার ১২ জন জুনিয়র, তিনজন সিনিয়র ও ১৩ জন লেডি গলফার খেলায় অংশ নেন।
গতকাল খেলা চলাকালে যশোর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের কর্মকর্তারা এবং টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষে কর্নেল (অব.) ওয়াহিদ উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যায় গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।