জ্বলে উঠেছে ইংল্যান্ড। গত বছর ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই লজ্জার বিদায় নিয়েছিল ইংলিশরা। সেই ক্ষতটা যেন সারিয়ে উঠেছে। ২০১৬ ইউরো বাছাইপর্বে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার রাতে তারা ৪-০ গোলের বড় জয় পেয়েছে লিথুয়ানিয়ার বিপক্ষে। দলের পক্ষে একটি করে গোল করেন ওয়েইন রুনি, ড্যানি ওয়েলবেক, রাহিম স্টার্লিং ও হ্যারি কেন।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের সপ্তম মিনিটেই ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দেন রুনি। জাতীয় দলের জার্সিতে এটা রুনির ৪৭তম গোল। আর ৩ গোল করলেই ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ববি চার্লটনকে ছাড়িয়ে যাবেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। ১৯৭০ সালে ফুটবলকে বিদায় জানানো চার্লটন ৪৯ গোল করে রেকর্ডটি দখলে রেখেছেন।
প্রথমার্ধের একদম শেষ মিনিটে দলের লিড দিগুণ করেন ওয়েলবেক। সতীর্থ জর্ডান হেন্ডারসনের ক্রস থেকে হেডে প্রতিপক্ষের জালে বল জড়ান আর্সেনালের এই ফরোয়ার্ড।
প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া ইংল্যান্ড স্কোরলাইন ৩-০ করে ৫৮ মিনিটে। রুনির ক্রস থেকে গোলটি করেন লিভারপুলের স্ট্রাইকার স্টার্লিং।
৭১ মিনিটে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হ্যারি কেনের। আর অভিষেকেই বাজিমাত করেন টটেনহ্যামের এই ফরোয়ার্ড। রুনির বদলে ৭১ মিনিটে মাঠে নামেন হ্যারি কেন। এর এক মিনিট পরেই গোল করে দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৫/ এস আহমেদ