৬ ফেব্রুয়ারি কন্যাসন্তানের বাবা হলেন ভারতীয় ক্রিকেটার ধোনি। তখন তিনি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। শুক্রবার সকালে টুইটারে ধোনির স্ত্রী সাক্ষী লিখেছেন, "কঠিন লড়াই করেছে। দলের জন্য গর্বিত। কিছু জিতবে, কিছু হারবে। যা যা আত্মত্যাগ করেছ তা সবই কাজে লেগেছে। অবশেষে আমার স্বামীকে দেখতে পাব।"
ধোনিপত্নীর এই টুইট সমালোচকদের ফের একবার মনে করিয়ে দিয়েছে ধোনি বরাবরই দেশকে আগে রেখেছেন। তাই তার বিরুদ্ধে বিদ্রুপাত্মক মন্তব্য ছুড়ে দেবার আগে ভাবতে হবে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৫/ রশিদা