আজ যশোর সেনানিবাসের গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শেষ হচ্ছে বসুন্ধরা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট-২০১৫। সকালে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমান। আজ সন্ধ্যায় তিনি টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের জনসংযোগ উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ ও কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম। উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে গলফের পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপ মাইলফলক হয়ে থাকবে।’ তিনি আরো বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ইতিবাচক ভূমিকার কারণেই গলফের দুনিয়ায় বাংলাদেশের নাম উঠে এসেছে। বসুন্ধরার কারণেই দেশের বিভিন্ন গলফ ক্লাবে নতুন নতুন গলফার সৃষ্টি হচ্ছে। গ্রুপটির সহযোগিতাতেই এখানে ‘বলবয়’ ও ‘কেডি’দের (গলফের সহযোগী) ভেতর থেকে গলফার তৈরি হচ্ছে। তাছাড়া যশোর ক্যান্টনমেন্ট কলেজের ১০ জন শিক্ষার্থীকেও গলফ শেখানোর প্রকল্প নেওয়া হয়েছে।’
গলফের উন্নয়নে বসুন্ধরা গ্রুপের ইতিবাচক ভুমিকা স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে প্রধান অতিথি গলফের উন্নয়নে বসুন্ধরার মতো অন্য কর্পোরেট গ্রুপকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের জনসংযোগ উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ অন্যান্য নির্বাহীদের খেলার প্রতি বেশ আগ্রহ রয়েছে। এ কারণেই গ্রুপটি গলফ খেলায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।’ তিনি আরো বলেন, ‘কুমিল্লা, ঘাটাইল, রংপুর, সাভার, কুর্মিটোলা ও যশোর গলফ ক্লাবে টুর্নামেন্ট স্পন্সরের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ ইতিহাস সৃষ্টি করেছে।’ ক্রিকেটের পাশাপাশি গলফের মাধ্যমে দেশের সুনাম বৃদ্ধির জন্য তাদেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহেদ বলেন, ‘কোন গলফার এক শর্টে হলিং অন করতে পারলে গ্রুপটির পক্ষ থেকে তাকে দশ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’
মহান স্বাধীনতা দিবসের দিন গতকাল ২৬ মার্চ সকাল থেকে টুর্নামেন্ট শুরু হয়। তিন দিনের এ টুর্নামেন্টে ১২ জন জুনিয়র, ১৩ জন মহিলাসহ মোট ৮১ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এম আবুল হাশেম, ব্রিগেডিয়ার জেনারেল মো. রবিউল ইবনে কামর’ল, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম, এয়ার কমান্ডার হাসান মাহমুদ খান, লে. কর্নেল শহীদ মোস্তফা ও বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পিএস ফয়েজুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ ২০১৫/শরীফ