মাগুরা জেলার ১৪ অসচ্ছল ফুটবলারকে ১৫ থেকে ২৫ হাজার করে মোট ২ লাখ ২৫ হাজার টাকার আর্থিক চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার।
শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশসাক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহদত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক হাজী মোকবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রানা আমির উসমান ও জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৫/মাহবুব