অস্ট্রেলিয়ার পক্ষে বাজির দর অনেক বেশি। দুরন্ত খেললেও পাত্তা দিচ্ছে না কেউ নিউজিল্যান্ডকে। ক্রিকেট বিশ্লেষকরাও নানা যুক্তিতে ফেবারিট বলছেন অস্ট্রেলিয়াকে। তাদেরই একজন সৌরভ গাঙ্গুলি। যিনি ভারতের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ভারতকে। তার মেধা ও মননশীলতা নিয়ে প্রশ্ন নেই কোনো। তিনি যখন অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরলেন, তখন ভাবতেই হবে অন্য কিছু। সিডনির সেমিফাইনালেই বলেছিলেন, অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের জয়ী দল চ্যাম্পিয়ন হবে। ব্যাখ্যাও দিয়েছিলেন, ‘দুই সেরা দল সেমিফাইনাল খেলছে। দক্ষিণ আফ্রিকার সুযোগ ছিল। কিন্তু তারা তো হেরে গেছে। নিউজিল্যান্ড অসাধারণ খেলছে। তারপরও আমার মনে হয় কালকের (আজ) ফাইনালে পরিষ্কার ফেবারিট অস্ট্রেলিয়া।’ কেন ফেবারিট? বলেন, ‘মেলবোর্ন অস্ট্রেলিয়ার পরিচিত মাঠ। এখানকার সবকিছুই তারা চিনে এবং জানে। এসব বিবেচনায় এগিয়ে অস্ট্রেলিয়া। তবে খাটো করে দেখার কিছু নেই নিউজিল্যান্ডকে। তারাও দুর্দান্ত খেলেই ফাইনালে এসেছে। হালকা করে দেখার কিছু নেই। অস্ট্রেলিয়া ফেবারিট। তারপরও ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ দুই দলের পাশাপাশি লড়াই হবে দুই বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক ও ইয়ান বোল্টের। দুজনেরই চমৎকার বোলিং করেছেন বিশ্বকাপে। দুই দলের পেসার ছাড়াও অ্যালট ও গ্লেন ম্যাক্সওয়েলকে ভাইটাল মনে করেছেন গাঙ্গুলি, ‘স্টার্ক ও বোল্ট অসাধারণ বোলিং করেছেন। এরা শুরুতে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন। এরপর ফিনিশিং দিচ্ছেন ম্যাক্সওয়েল ও অ্যালট। লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।’ অ্যালট সেমিফাইনালে দুরন্ত ফিনিশিং দিলেও ভারতীয় সাবেক অধিনায়ক এগিয়ে রেখেছেন ম্যাক্সওয়েলকে, ‘অ্যালট খুব ভালো খেলছেন। ভালো ফিনিশিং দিচ্ছেন। কিন্তু ম্যাক্সওয়েল অসাধারণ। যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত সে। যখন-তখন যেকোনো বোলিং ঘুরিয়ে দিতে পারেন।’
শিরোনাম
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
- বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার
ফাইনাল ঘিরে সৌরভের ভাবনা
ক্রীড়া প্রতিবেদক, মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর