অস্ট্রেলিয়ার পক্ষে বাজির দর অনেক বেশি। দুরন্ত খেললেও পাত্তা দিচ্ছে না কেউ নিউজিল্যান্ডকে। ক্রিকেট বিশ্লেষকরাও নানা যুক্তিতে ফেবারিট বলছেন অস্ট্রেলিয়াকে। তাদেরই একজন সৌরভ গাঙ্গুলি। যিনি ভারতের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের ফাইনালে তুলেছেন ভারতকে। তার মেধা ও মননশীলতা নিয়ে প্রশ্ন নেই কোনো। তিনি যখন অস্ট্রেলিয়ার পক্ষে বাজি ধরলেন, তখন ভাবতেই হবে অন্য কিছু। সিডনির সেমিফাইনালেই বলেছিলেন, অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের জয়ী দল চ্যাম্পিয়ন হবে। ব্যাখ্যাও দিয়েছিলেন, ‘দুই সেরা দল সেমিফাইনাল খেলছে। দক্ষিণ আফ্রিকার সুযোগ ছিল। কিন্তু তারা তো হেরে গেছে। নিউজিল্যান্ড অসাধারণ খেলছে। তারপরও আমার মনে হয় কালকের (আজ) ফাইনালে পরিষ্কার ফেবারিট অস্ট্রেলিয়া।’ কেন ফেবারিট? বলেন, ‘মেলবোর্ন অস্ট্রেলিয়ার পরিচিত মাঠ। এখানকার সবকিছুই তারা চিনে এবং জানে। এসব বিবেচনায় এগিয়ে অস্ট্রেলিয়া। তবে খাটো করে দেখার কিছু নেই নিউজিল্যান্ডকে। তারাও দুর্দান্ত খেলেই ফাইনালে এসেছে। হালকা করে দেখার কিছু নেই। অস্ট্রেলিয়া ফেবারিট। তারপরও ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ দুই দলের পাশাপাশি লড়াই হবে দুই বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক ও ইয়ান বোল্টের। দুজনেরই চমৎকার বোলিং করেছেন বিশ্বকাপে। দুই দলের পেসার ছাড়াও অ্যালট ও গ্লেন ম্যাক্সওয়েলকে ভাইটাল মনে করেছেন গাঙ্গুলি, ‘স্টার্ক ও বোল্ট অসাধারণ বোলিং করেছেন। এরা শুরুতে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন। এরপর ফিনিশিং দিচ্ছেন ম্যাক্সওয়েল ও অ্যালট। লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।’ অ্যালট সেমিফাইনালে দুরন্ত ফিনিশিং দিলেও ভারতীয় সাবেক অধিনায়ক এগিয়ে রেখেছেন ম্যাক্সওয়েলকে, ‘অ্যালট খুব ভালো খেলছেন। ভালো ফিনিশিং দিচ্ছেন। কিন্তু ম্যাক্সওয়েল অসাধারণ। যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত সে। যখন-তখন যেকোনো বোলিং ঘুরিয়ে দিতে পারেন।’
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ফাইনাল ঘিরে সৌরভের ভাবনা
ক্রীড়া প্রতিবেদক, মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর