উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬'র বাছাই পর্বে গত শুক্রবার জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড, সুইডেন এবং অস্ট্রিয়া। স্প্যানিশরা ১-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে। দলের পক্ষে একমাত্র গোলটা করেছেন আলভারো মোরাতা। এ জয়ে সি গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে অবস্থান করছে স্পেন। লুঙ্মেবার্গকে ৩-০ গোলে হারিয়ে স্লোভাকিয়া এ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে (১৫ পয়েন্ট)। ইংলিশরা ৪-০ গোলে শুক্রবার উড়িয়ে দিয়েছে লিথুনিয়াকে। রুনি, ওয়েলব্যাক, স্টারলিং এবং কেইন একটি করে গোল করেছেন দলের পক্ষে। এ জয়ে ইংল্যান্ড ১৫ পয়েন্ট নিয়ে ই গ্রুপের শীর্ষে অবস্থান করছে। ইব্রাহিমোভিচের ডাবলে সুইডিশরা শুক্রবার মলদোভাকে ২-০ গোলে হারিয়েছে। এ জয়ে সুইডেন ৯ পয়েন্ট নিয়ে জি গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অস্ট্রিয়া এ গ্রুপে শীর্ষে অবস্থান করছে ১৩ পয়েন্ট নিয়ে। তারা শুক্রবার ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিচেনস্টেইনকে। এছাড়াও শুক্রবার সুইজারল্যান্ড ৩-০ গোলে এস্তোনিয়াকে, স্লোভেনিয়া ৬-০ গোলে সান মেরিনোকে এবং বেলারুশ ২-১ গোলে মেসিডোনিয়াকে হারিয়েছে।