প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ০-৪ গোলে হেরেছে। আজ প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে উজবেকিস্তান। শক্তির বিচারে বাংলাদেশ পিছিয়ে। ইনচেন এশিয়ান গেমসে ৩-০ গোলে হার মেনেছিল। তবুও কোচ লোডডিক ক্রুইফ বলেছেন, ছেলেরা ভালো খেলতে পারলে উজবেকের সঙ্গে সমান তালে লড়াই করা সম্ভব। ঢাকা আসার পর উজবেকিস্তান প্রীতিম্যাচে অংশ নিয়েছিল ঢাকা আবাহনীর বিপক্ষে। ফলাফল ছিল গোলশূন্য। এতে কি বাংলাদেশ বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে। ক্রুইফ বলেন, প্রীতিম্যাচের সঙ্গে মূল লড়াইয়ে কোনো তুলনা চলে না। উজবেকিস্তান শক্তিশালী দল এটাই সত্যি। হারব না প্রতিপক্ষকে রুখে দেব এটা নির্ভর করছে ফুটবলার পারফরম্যান্সের ওপর। 'ই' গ্রুপে প্রথম ম্যাচে ভারতকে ২-০ গোলে পরাজিত করেছিল উজবেকিস্তান। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারত ও সিরিয়া লড়বে।