বিশ্বকাপ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন মাইকেল ক্লার্ক। বাকি ছিল শুধু ঘোষণার। গতকাল নিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার ১০ মিনিট আগে সতীর্থদের সঙ্গে আলোচনা করেন সিদ্ধান্ত নিতে। যখন তাদের বলছিলেন ওয়ানডেকে বিদায়ের কথা, তখন চোখ থেকে গড়িয়ে পড়ছিল পানি। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা পিঠ চাপড়ে সাধুবাদ জানান সিদ্ধান্তকে। সতীর্থদের সঙ্গে কথা বলেই সংবাদ সম্মেলনে ওয়ানডেকে বিদায়ের কথা জানান আনুষ্ঠানিকভাবে। বলেন, জয় উপহার দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চাই। বিশ্বকাপ এবারই প্রথম খেলেননি ক্লার্ক। ২০০৭ সালে বিশ্বচাম্পিয়ন অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন। রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে বিশ্বসেরা হয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর ব্যাঙ্গালোরে ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব হারান পন্টিং। দায়িত্ব নেন ক্লার্ক। এরপর চার বছর অধিনায়ক হিসেবে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। এবার বিশ্বকাপ জিততে চান। জিতেই শেষ করতে চান ওয়ানডে ক্যারিয়ার, ‘আমি মনে করি সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় আমার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য।’ গত কয়েক মাস ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন ক্লার্ক। এজন্য বিশ্বকাপের প্রথম থেকে খেলেননি তিনি। দুই ম্যাচ পর যোগ দেন। যোগ দিয়েই সঠিক নির্দেশনায় দলকে টেনে তুলেন ফাইনালে। ওয়ানডেকে বিদায় জানালেও খেলার মতো সুস্থ রয়েছেন বলেন ক্লার্ক, ‘আমি খেলার মতো সুস্থ রয়েছি। হয়তো পরের বিশ্বকাপও খেলতে পারতাম। কিন্তু এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর।’
২৪৪ ওয়ানডে ৭৯০৪ রান করা ক্লার্ক মনে করেন, ওয়ানডেকে বিদায় জানানো তার টেস্ট কারিয়ারকে আরও প্রলম্বিত করবে। ১০৮ টেস্টে তার রান ৮৪৩২। ওয়ানডেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন সিডনিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। কিন্তু ৯৫ রানের বিরাট জয়ে অস্ট্রেলিয়া জায়গা করে নেয় ফাইনালে। তাই ক্লার্ককে অপেক্ষা করতে হল ফাইনাল পর্যন্ত। বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক। আজকের ফাইনালে শেষ ওয়ানডে হতে পারে ড্যানিয়েল ভেট্টরীরও। তাই এবারের বিশ্বকাপ একধারে যেমন বেশ কিছু দলের জন্য স্মরণীয়। তেমনি বেশ কয়েক ক্রিকেটারেরও কাছে স্মরণীয়। তারা বিশ্বকাপ খেলেই বিদায় নিলেন ওয়ানডে ক্রিকেট থেকে।
শিরোনাম
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
- বাড়ির উঠানে বৃদ্ধকে শুঁড় দিয়ে আছড়ে মারল হাতি
ছাড় দিতে রাজি নন কেউ
জয়ে শেষ করতে চান ক্লার্ক
আসিফ ইকবাল <br> মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর