বিশ্বকাপ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন মাইকেল ক্লার্ক। বাকি ছিল শুধু ঘোষণার। গতকাল নিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার ১০ মিনিট আগে সতীর্থদের সঙ্গে আলোচনা করেন সিদ্ধান্ত নিতে। যখন তাদের বলছিলেন ওয়ানডেকে বিদায়ের কথা, তখন চোখ থেকে গড়িয়ে পড়ছিল পানি। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা পিঠ চাপড়ে সাধুবাদ জানান সিদ্ধান্তকে। সতীর্থদের সঙ্গে কথা বলেই সংবাদ সম্মেলনে ওয়ানডেকে বিদায়ের কথা জানান আনুষ্ঠানিকভাবে। বলেন, জয় উপহার দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চাই। বিশ্বকাপ এবারই প্রথম খেলেননি ক্লার্ক। ২০০৭ সালে বিশ্বচাম্পিয়ন অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন। রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে বিশ্বসেরা হয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর ব্যাঙ্গালোরে ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব হারান পন্টিং। দায়িত্ব নেন ক্লার্ক। এরপর চার বছর অধিনায়ক হিসেবে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। এবার বিশ্বকাপ জিততে চান। জিতেই শেষ করতে চান ওয়ানডে ক্যারিয়ার, ‘আমি মনে করি সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় আমার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য।’ গত কয়েক মাস ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন ক্লার্ক। এজন্য বিশ্বকাপের প্রথম থেকে খেলেননি তিনি। দুই ম্যাচ পর যোগ দেন। যোগ দিয়েই সঠিক নির্দেশনায় দলকে টেনে তুলেন ফাইনালে। ওয়ানডেকে বিদায় জানালেও খেলার মতো সুস্থ রয়েছেন বলেন ক্লার্ক, ‘আমি খেলার মতো সুস্থ রয়েছি। হয়তো পরের বিশ্বকাপও খেলতে পারতাম। কিন্তু এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর।’
২৪৪ ওয়ানডে ৭৯০৪ রান করা ক্লার্ক মনে করেন, ওয়ানডেকে বিদায় জানানো তার টেস্ট কারিয়ারকে আরও প্রলম্বিত করবে। ১০৮ টেস্টে তার রান ৮৪৩২। ওয়ানডেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন সিডনিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। কিন্তু ৯৫ রানের বিরাট জয়ে অস্ট্রেলিয়া জায়গা করে নেয় ফাইনালে। তাই ক্লার্ককে অপেক্ষা করতে হল ফাইনাল পর্যন্ত। বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক। আজকের ফাইনালে শেষ ওয়ানডে হতে পারে ড্যানিয়েল ভেট্টরীরও। তাই এবারের বিশ্বকাপ একধারে যেমন বেশ কিছু দলের জন্য স্মরণীয়। তেমনি বেশ কয়েক ক্রিকেটারেরও কাছে স্মরণীয়। তারা বিশ্বকাপ খেলেই বিদায় নিলেন ওয়ানডে ক্রিকেট থেকে।
শিরোনাম
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
- অ্যাশেজ সিরিজ : অস্ট্রেলিয়ার স্কোয়াডে চমক ওয়েদারল্ড
- আর কোনও ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া: আলবেনিয়ার প্রধানমন্ত্রী
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের ৮ম দিনের শুনানি চলছে
- বসনিয়ার নার্সিং হোমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু
- চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ
- আমরা নির্বাচনে জোট করব না: জামায়াত আমির
- অনলাইনে জুয়া খেললেই কমবে ইন্টারনেটের গতি, বন্ধ হবে এমএফএস
- ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে’
ছাড় দিতে রাজি নন কেউ
জয়ে শেষ করতে চান ক্লার্ক
আসিফ ইকবাল <br> মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর