বিশ্বকাপ শুরুর আগে থেকেই শোনা যাচ্ছিল, ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন মাইকেল ক্লার্ক। বাকি ছিল শুধু ঘোষণার। গতকাল নিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার ১০ মিনিট আগে সতীর্থদের সঙ্গে আলোচনা করেন সিদ্ধান্ত নিতে। যখন তাদের বলছিলেন ওয়ানডেকে বিদায়ের কথা, তখন চোখ থেকে গড়িয়ে পড়ছিল পানি। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা পিঠ চাপড়ে সাধুবাদ জানান সিদ্ধান্তকে। সতীর্থদের সঙ্গে কথা বলেই সংবাদ সম্মেলনে ওয়ানডেকে বিদায়ের কথা জানান আনুষ্ঠানিকভাবে। বলেন, জয় উপহার দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে চাই। বিশ্বকাপ এবারই প্রথম খেলেননি ক্লার্ক। ২০০৭ সালে বিশ্বচাম্পিয়ন অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন। রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে বিশ্বসেরা হয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর ব্যাঙ্গালোরে ভারতের কাছে হেরে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অধিনায়কত্ব হারান পন্টিং। দায়িত্ব নেন ক্লার্ক। এরপর চার বছর অধিনায়ক হিসেবে বহু ম্যাচ জিতিয়েছেন দলকে। এবার বিশ্বকাপ জিততে চান। জিতেই শেষ করতে চান ওয়ানডে ক্যারিয়ার, ‘আমি মনে করি সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় আমার ও ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য।’ গত কয়েক মাস ধরেই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন ক্লার্ক। এজন্য বিশ্বকাপের প্রথম থেকে খেলেননি তিনি। দুই ম্যাচ পর যোগ দেন। যোগ দিয়েই সঠিক নির্দেশনায় দলকে টেনে তুলেন ফাইনালে। ওয়ানডেকে বিদায় জানালেও খেলার মতো সুস্থ রয়েছেন বলেন ক্লার্ক, ‘আমি খেলার মতো সুস্থ রয়েছি। হয়তো পরের বিশ্বকাপও খেলতে পারতাম। কিন্তু এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর।’
২৪৪ ওয়ানডে ৭৯০৪ রান করা ক্লার্ক মনে করেন, ওয়ানডেকে বিদায় জানানো তার টেস্ট কারিয়ারকে আরও প্রলম্বিত করবে। ১০৮ টেস্টে তার রান ৮৪৩২। ওয়ানডেকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন সিডনিতে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। কিন্তু ৯৫ রানের বিরাট জয়ে অস্ট্রেলিয়া জায়গা করে নেয় ফাইনালে। তাই ক্লার্ককে অপেক্ষা করতে হল ফাইনাল পর্যন্ত। বিশ্বকাপ খেলে ওয়ানডে থেকে সরে দাঁড়িয়েছেন দুই শ্রীলঙ্কান কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, শহীদ আফ্রিদি, মিসবাহ-উল-হক। আজকের ফাইনালে শেষ ওয়ানডে হতে পারে ড্যানিয়েল ভেট্টরীরও। তাই এবারের বিশ্বকাপ একধারে যেমন বেশ কিছু দলের জন্য স্মরণীয়। তেমনি বেশ কয়েক ক্রিকেটারেরও কাছে স্মরণীয়। তারা বিশ্বকাপ খেলেই বিদায় নিলেন ওয়ানডে ক্রিকেট থেকে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছাড় দিতে রাজি নন কেউ
জয়ে শেষ করতে চান ক্লার্ক
আসিফ ইকবাল <br> মেলবোর্ন থেকে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর