বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে একে একে হাজির হলেন আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, জাইলস ক্লার্ক, ওয়ালি এডওয়ার্ডস ও শচিন টেন্ডুলকার। অথচ নেই আইসিরি সভাপতি আ হ ম মুস্তফা কামাল।
১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে লর্ডসে স্টিভ ওয়াহদের হাতে শিরোপা তুলে দিয়েছিলেন ওই সময়ের আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া। এরপর এ নিয়মটিই দাঁড়িয়ে আইসিসি সভাপতি ট্রফি তুলে দিবেন। সেই হিসেবে এবার ট্রফি তুলে দিবেন আইসিসির বর্তমান সভাপতি মুস্তফা কামাল। কিন্তু এবার ঘটল ভিন্ন ঘটনা। এদিন শিরোপা তুলে দেওযা তো দূরের কথা মুস্তফা কামালকে পুরস্কার বিতরণী মঞ্চেই আমন্ত্রণ জানানো হয়নি।
অথচ আইসিসির গঠনতন্ত্রে বলা আছে, ‘বৈশ্বিক প্রতিযোগিতায় শিরোপা তুলে দেবে সভাপতি।’ প্রশ্নটা এখানে, তবুও কেন মুস্তফা কামালকে দেখা গেল না পুরস্কার মঞ্চে? সেখানে কেন শ্রীনি? তবে এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুস্তফা কামাল। ফাইনাল ম্যাচের পর মেলবোর্নে বাংলাদেশী মিডিয়াদের দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘যা হয়েছে, তা আইসিসির গঠনতন্ত্র বিরোধী। এটা অপরাধ। আমি আইনি লড়াইয়ে নামব’।
সূত্র জানায়, বাংলাদেশ থেকে মুস্তফা কামাল আইসিসি সভাপতি হওয়ার প্রক্রিয়া দেখেই ভারত জোর করে সংস্থাটির গঠনতন্ত্র, কাঠামো পরিবর্তন করে। নতুন চেয়ারম্যান পদ তৈরি করে। যেখানে শ্রীনিবাসন নিয়োগ পান। ফলে সভাপতির পদটি এখন কেবল অলঙ্কারিক হয়ে দাঁড়িয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ মার্চ, ২০১৫/মাহবুব