লোটাস কামালের সৌভাগ্যই বটে! আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন এন শ্রীনিবাসনের। নাম উচ্চারণ না করেন কামাল শ্রীনিকে 'মস্তিষ্ক বিকৃত' লোক হিসেবে উল্লেখ করেছিলেন। অনেকে ভেবেছিলেন হয়তো এ কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধুর সম্পর্কটাই হয়তো ভেঙে যাবে! কিন্তু না, উল্টোটাই হতে চলেছে। কামালের পদত্যাগের পর বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কটা হয়তো মধুর থেকে মধুরতর হতে চলেছে।
কেননা আ হ ম মুস্তফা কামাল তো শ্রীনিবাসন সঙ্গে উষ্মা প্রকাশ করে জগমহন ডলমিয়ার উপকারই করেছেন। আইপিএল নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে শ্রীনির যে দ্বন্দ্ব ছিল সেখানে বড় ব্যবধানে জিতে গেছে ডালমিয়াই। আইপিএলের চেয়ারম্যান হিসেবে ডালমিয়া শ্রীনি বিরোধী রাজিব শুক্লাকে তো নিয়োগ দিয়েছেনই, সেই সঙ্গে বিসিসিআইয়েও না পদেও শ্রীনির ক্ষমতা খর্ব করে দিয়েছেন। আর ডালমিয়ার এমন সিদ্ধান্তে রেগে আগুন বিসিসিআই থেকে বিড়াতিত সভাপতি শ্রীনি।
মুস্তফা কামালের বাউন্সারে সরাসরি বোল্ড হওয়ার পর শ্রীনিবাসন ভেবেছিলেন পরের ইনিংসে তিনি ছক্কা হাঁকাবেন। কিন্তু তা আর হলো কোথায়? অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান ডালমিয়া যে এবার তাকে রান আউটের ফাঁদে ফেললেন! ঘরের শত্রু বিভীষণ! অর্থাৎ শ্রীনি চেয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে বাংলাদেশের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলবেন। প্রথম ধাক্কা হিসেবে চলতি বছরে জুনে ভারতীয় দলের বাংলাদেশ সফর বাতিল করবেন। তা আর হচ্ছে না। ডালমিয়া কোনো ক্রমেই বাংলাদেশ সফর বাতিলের পক্ষে নয়।
শ্রীনিবাসনের বিরুদ্ধে বাংলার একটা ক্ষোভ ছিল। তিনি টেকনিক্যাল কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলিকে। কিন্তু ডালমিয়া আইপিএলের গভার্নিং কাউন্সিলের সদস্য পদ দিয়ে 'দাদা'কে ফিরিয়ে এনেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডে লোভনীয় তিন পদ -আইপিএল, ফিন্যান্স ও মার্কেটিং, - এই তিন পদেই এখন শ্রীনিবাসনের অপছন্দের ব্যক্তিরা। তাই বিসিসিআইয়ে শ্রীনির যে অদৃশ্য দাপট ছিল সেখানেও খর্ব হলো। এক দিক দিয়ে এটা কিন্তু জয় মুস্তফা কামাল তথা বাংলাদেশেরই। শ্রীনি আইসিসির গঠনতন্ত্র লঙ্ঘন করে মুস্তফা কামালকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফি দিতে না দিয়ে বাংলাদেশকে 'ছোট' করতে চেয়েছিলেন! উল্টো নিজেই ছোট হয়ে গেলেন শ্রীনি। প্রথম জবাবটা মুস্তফা কামাল দিয়েছেন আইসিসির সভাপতির পদত্যাগ করে। এবার খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডেই নির্বাসিত হয়ে গেছেন শ্রীনি। অবশ্য শুধু নির্বাসিত নয়, একে 'অপদস্থই' বলা যায়!